
সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতিকের বিশাল পৃথক প্রচার মিছিল ছাতক ও গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ জানুয়ারি বিকেলে ছাতক শহরে প্রচার মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে পথ সভা অনুষ্ঠিত হয়।
ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছুর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি ও জসিম উদ্দিন সুমেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক- দোয়ারা আসনে বিএনপি মনোনীত প্রার্থী,সাবেক সংসদ সদস্য,বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন। এ সময় তিনি দেশ-কে এগিয়ে নিতে ধানের শীষ প্রতিকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন,ছাতক-দোয়ারাবাসীর কাঙ্খিত উন্নয়নের লক্ষে ধানের শীষ প্রতিকের বিকল্প নেই। ধানের শীষ হচ্ছে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,দেশ নেত্রী,সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার, ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিক। পথ সভার বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক( সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী ছাতক দোয়ারাবাজারবাসীর কাছে কলিম উদ্দিন আহমেদ মিলনের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, ধানের শীষ-ই ছাতক-দোয়ারাবাজার বাসীর উন্নয়নের প্রতিক।
পথ সভায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত এডভোকেট আব্দুল হক,সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান।
এদিকে সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ পয়েন্টে ধানের শীষ প্রতিকের বিশাল প্রচার মিছিল শেষে গোলচত্তর এলাকায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন।
উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পরিচালনা অনুষ্ঠিত এ পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, জেলা বিএনপির সদস্য ফারুক আহমদ।