স্বতন্ত্র এমপি প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে আলেম-উলামা মনোনীত ও জনগণ সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম-এর সমর্থনে কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজনা গ্রামবাসীর উদ্যোগে হেলিকপ্টার মার্কার পক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব শুয়াইব আহমদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন,
“আমি উন্নয়নের ১০ দফা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি। অতীতেও মানুষের কল্যাণে কাজ করেছি, ইনশাআল্লাহ আগামীতেও সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। রাজনীতি আমার কাছে ক্ষমতার মাধ্যম নয়, বরং মানুষের সেবা করার একটি দায়িত্ব।”
তিনি আরও বলেন, “সিলেট-৬ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও সর্বস্তরের জনগণ স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হেলিকপ্টার মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




