ওসমানীনগরে প্রবাসীর জমি দখলের অভিযোগ
ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুংগাবাজার ইউনিয়নে এক প্রবাসী পরিবারের জমি জবরদখল ও নানা ধরনের হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী আব্দুল মুক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মুক্তার বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিদেশে অবস্থান করলেও দেশের সঙ্গে তার সম্পর্ক অটুট রয়েছে। প্রবাসে থেকে পরিবারের ভরণপোষণের পাশাপাশি দেশের অর্থনীতিতেও নিয়মিত অবদান রেখে আসছেন। তবে স্থানীয় প্রভাবশালীদের কারণে এখন নিজ বসতভিটা ও জমিজমা নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বুরুংগাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম রসুল লটই ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রবাসীদের জমি দখল, মিথ্যা মামলা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হয়রানি করে আসছেন। বক্তার পৈতৃক জমি বৈধভাবে বিভিন্ন দাগ ও খতিয়ানভুক্ত হলেও প্রভাব খাটিয়ে তা জবরদখলের একাধিক চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।
আব্দুল মুক্তার আরও বলেন, মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছে। ন্যায়বিচারের আশায় বিভিন্ন দপ্তরে গেলেও প্রভাবশালীদের কারণে প্রশাসনিকভাবে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলেও দেশে ফিরে এসে তারা জমি দখল ও হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে প্রবাসীদের মধ্যে দেশে বিনিয়োগে আগ্রহ কমে যাবে, যা দেশের জন্য উদ্বেগজনক।
এ সময় তিন দফা দাবি তুলে ধরা হয়—অবিলম্বে প্রবাসীদের জমি দখল বন্ধ করা, দখলদার চক্র ও তাদের নেতৃত্বদানকারীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং প্রবাসীদের জান-মাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর নজরদারি জোরদার করা।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপ করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান ভুক্তভোগী পরিবার।



