সমবায়ীরা উন্নয়নে অবদান রাখতে পারেন -তৌফিক মজিদ লায়েক

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৫, ৭:৩৭ অপরাহ্ণপ্রেস বিজ্ঞপ্তি : দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক বলেছেন, সমবায় শক্তি, সমবায়ই মুক্তি। সমবায়ীরা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে নিজের উন্নয়নের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নতিতে অবদান রাখতে পারেন।
তিনি গত শুক্রবার সন্ধ্যায় নগরীর মীরবক্সটুলাস্থ একটি অভিজাত হোটেলে বন্ধুমহল সমবায় সমিতির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “মেল বন্ধন-১৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তুরন মিয়া, সাধারণ সম্পাদক মো. আলা মিয়া, লিডিং ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক রোটারিয়ান রুমেল এমএস পীর।
বন্ধুমহল সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফখর উদ্দিনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চিরঞ্জিত পাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি কাওসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, অর্থ সম্পাদক দীপঙ্কর পাল, প্রচার সম্পাদক সাব্বির আহমদ, সদস্য শামীম আহমদ, মাওলানা শামীম আহমদ, মো. সাজ্জাদ আলী, আলমগীর হোসেন প্রমুখ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. ফখর উদ্দিন ও গীতা পাঠ করেন গৌতম রায়। অতিথিবৃন্দ কেক কেটে ৩য় বর্ষপূর্তির উদযাপন করেন।
দ্বিতীয় পর্বে সিলেটের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বন্ধুমহলের সকল সদস্যবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।