প্রার্থীতা প্রত্যাহারে বিদ্রোহীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আওয়ামী লীগ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৫, ১২:২২ পূর্বাহ্ণসিলেটপোস্ট রিপোর্ট :দল মনোনীত প্রার্থীদের বাইরে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার জানানো হয়, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের বাইরে যারা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।অন্যথায় দলের শৃঙ্খল ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।