মালনীছড়া চা বাগান স্কুলে টয়লেট হস্তান্তর ও উদ্বোধন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০১৫, ৭:১৯ অপরাহ্ণপ্রেসবিজ্ঞপ্তি : সিলেটের মালনীছড়া চা বাগানস্থ রাগীব রাবেয়া প্রাথমিক বিদ্যালয়ে তিন চেম্বার বিশিষ্ট স্কুল টয়লেট হস্তান্তর ও উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শহীদ আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার আবুল কাশেম খালেদ, বাগান কর্তৃপক্ষ ও পঞ্চায়েত কমিটির সভাপতি জিতেন সবর, স্কুলের প্রধান শিক্ষক হৃদেশ মুদি, শিক্ষিকা সীমা দেব, শিক্ষক রিপন রায়, রন বাহাদুর জোটে, পঞ্চায়েত সদস্য দীলিপ বাউরী, রথিলাল কালোয়ার, শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রী এবং বাগান শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মালনীছড়া রাগীব রাবেয়া প্রাথমিক বিদ্যালয়ের ১৪২ শিক্ষার্থীর জন্য আইডিয়ার উদ্যোগে ২ লাখ ৩৮ হাজার ৯৮৪ টাকা ব্যয়ে এ টয়লেট নির্মিত হয়। ওয়াটার এইড ও বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় আইডিয়ার ওয়াশ কর টি গার্ডেন ওয়ার্কাস প্রকল্পের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়িত হয়।