সিলেটপোস্ট রিপোর্ট :আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী এড শিরান আপাতত সামাজিক যোগাযোগের সাইট বা সোশাল মিডিয়া ছেড়ে চলে যাওয়ার কথা ঘোষণা করেছেন।তিনি বলেছেন, এই দুনিয়া থেকে তিনি একটু ছুটি নিচ্ছেন।কারণ হিসেবে তিনি বলেছেন, সোশাল মিডিয়ায় তিনি এই পৃথিবীকে নিজের ‘চোখ’ দিয়ে নয় বরং দেখতেন ‘স্ক্রিন’ থেকে।তিনি বলেছেন, শুধু সামাজিক সাইট নয়, টেলিফোন এবং ইমেইল থেকেও ছুটি নিচ্ছেন তিনি।অবশ্য সোশাল মিডিয়া ছেড়ে যাওয়ার এই ঘোষণা তিনি দিয়েছেন একটি সোশাল মিডিয়া ইনস্টাগ্রামেই।সেখানে তিনি লিখেছেন, এখন তিনি এই বিশ্ব ভ্রমণ করতে আগ্রহী।তিনি তার ভক্তদেরকে এও জানিয়েছেন, তার তৃতীয় অ্যালবাম এখন প্রকাশের অপেক্ষায়। তিনি মনে করেন, এই অ্যালবামটি এখনো পর্যন্ত তার জীবনের সেরা কাজ।টুইটারে এড শিরানের অনুসারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখ, ইনস্টাগ্রামে ৫৫ লাখ আর ফেসবুকে প্রায় ১ কোটি ৪০ লাখ।তার দ্বিতীয় অ্যালবাম ‘এক্স’ যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চার্টের শীর্ষে ছিলো।যুক্তরাষ্ট্রে গ্র্যামি এওয়ার্ডে মনোনীত হয়েছে সেরা অ্যালবাম হিসেবে।
সূত্র: বিবিসি