২৬ মার্চের আগেই নিষিদ্ধ হবে জামায়াত: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৫, ১২:৫৩ পূর্বাহ্ণসিলেট পোস্ট রিপোর্ট :আগামী ২৬ মার্চের আগেই জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
১৪ ডিসেম্বর সোমবার একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
একই অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, প্রচলিত আইনেই জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ করা সম্ভব।
প্রসঙ্গত, ইতিপূবে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়। যদিও স্বাধীনতা পরবর্তীতে (অংশ নেওয়া) সব জাতীয় নির্বাচনেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল এ দলের একাধিক প্রার্থী। সরকারেও অংশ নেয় জামায়াত। পরিচালনা করেন বাংলাদেশের তিনটি (কৃষি, শিল্প ও সমাজকল্যাণ) মন্ত্রণালয়।