পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৫, ১:১০ পূর্বাহ্ণসিলেট পোস্ট রিপোর্ট :মুক্তিযুদ্ধে গণহত্যা চালানোর দায় অস্বীকার করায় পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়া হয়েছে। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ মস আরেফিন সিদ্দিক। এসময় সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ভিসি বলেন, ৭১ সালে পাকিস্তান এদেশের যে গণহত্যা চালিয়েছে তা পরবর্তীতে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তা সেটা কিভাবে অস্বীকার করছে তা আমাদের বোধগাম্য নয়। ৩০ লাখ হত্যার সাথে যারা জড়িত তাদের দেশ পাকিস্তান। কিন্তু যখন তারা বলে, গণহত্যার সঙ্গে জড়িত নয় তারা। তখন আমরা মনে করি, তারা আবার দ্বিতীয়বার গণহত্যা চালাচ্ছে।
তিনি বলেন, চলতি মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্থানের কোন সর্ম্পক রাখবে না বলে ঘোষণা দেয়া হয়েছে এবং আজকে সিন্ডিকেটের মাধ্যমে এটা কার্যকর করা হলো। এর ফলে বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র-শিক্ষক পাকিস্তানে যাবে না। তারা আসলেও আমরা গ্রহণ করবো না। তবে যারা অধ্যয়নরত আছে তারা থাকবে। কারণ সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। এসময় ভিসি বাংলাদেশ সরকারের কাছে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সর্ম্পক ছিন্ন করার আহ্বান জানান।