সিলেট পোস্ট রিপোর্ট :ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে দগ্ধ এক ছাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে, যিনি নিজেই শরীরে আগুন দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের তথ্য।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, আজ বিকাল সোয়া ৪টার দিকে টিএসসির দ্বিতীয় তলায় শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনের পাশে এ ঘটনা ঘটে।আনজুমান আরা নামে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের তৃতীয় বর্ষে পড়েন। তিনি সুফিয়া কামাল হলে থাকেন।শিক্ষার্থীরাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান প্রক্টর।টিএসসির একজন কর্মচারী জানান, ওই ছাত্রী টিএসসির একটি টয়লেটে ঢুকে নিজের গায়ে আগুন দেন।বাইরে থেকে বিষয়টি বুঝতে পেরে অন্যরা তাকে উদ্ধার করে।তবে কী কারণে ওই ছাত্রী নিজের শরীরে আগুন দিয়ে থাকতে পারেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাবির টয়লেট থেকে আগুনে দগ্ধ ছাত্রী উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ১৮, ২০১৫ | ১:১৬ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »