নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীর বিরুদ্ধে কাউন্সিলরদের আনা অনাস্থা প্রস্তাব অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার সকালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ অনাস্থা প্রস্তাবকে অবৈধ ঘোষণা করেন। আইনজীবীর বরাত দিয়ে কাউন্সিলর কয়েস লোদী এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ১০ জুন সিসিকের নিয়মিত সভায় উপস্থিত ২৯ জন কাউন্সিলরদের মধ্যে ২৬ জন রেজাউল হাসান কয়েস লোদীর প্যানেল মেয়র পদের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন। এ প্রেক্ষিতে কয়েস লোদী হাইকোর্টে রিট আবেদন (নং ১১৯২৫/২০১৪) দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানির পর বুধবার এই আবেদনের রায় দেন।
এদিকে, গত বছরের ৩০ ডিসেম্বর সিসিকের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় জেলহাজতে প্রেরণ করে হবিগঞ্জের একটি কোর্ট। এরপর গত ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে জেষ্ঠ্যতার ক্রমানুসারে প্যানেল মেয়র-১ কে সিসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের নির্দেশ সংক্রান্ত প্রজ্ঞাপন (নং ৪৬.০৭০.০২২.০০০০.২২৮.২০২১-০৮/১(৭)} জারি করে। একই সাথে তিন কার্যদিবসের মধ্যে জ্যেষ্ঠ প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেয়া হয়। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্যানেল মেয়র-২ এডভোকেট সালেহ আহমদ চৌধুরী হাইকোর্টে গত ১৯ জানুয়ারি একটি রিট আবেদন (নং ৩৬৫/২০১৫) দায়ের করেন। ওই রিট আবেদন নিষ্পত্তি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম স্থানীয় সরকার আইন-২০০৯ এর ২১ ধারা অনুযায়ী সিসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
বুধবার রেজাউল হাসান কয়েস লোদীর পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন শাহ মোহাম্মদ এজাজ রহমান, মোস্তাক আহমদ চৌধুরী ও ব্যারিস্টার আবিদুল হক চৌধুরী। অন্যদিকে সালেহ আহমদ চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন করেন ব্যারিস্টার ফজলে নুর তাপস ও ব্যারিস্টার মেহদি হাসান চৌধুরী।