‘আপন বোন’ কে বিয়ে করছেন ভারতীয় অভিনেতা

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৫, ৭:৫৫ অপরাহ্ণসিলেট পোস্ট ডেস্ক :আপন ভাই-বোনের চরিত্রে অভিনয় করা বোনকেই বিয়ে করছেন হিন্দী সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা আমান বর্মা।
‘শপথ’ নামের একটি হিন্দী সিরিয়ালে আপন ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছিলেন আমান-বন্দনা। সেই থেকে পরিচয়। পরিচয় থেকে আস্তে আস্তে প্রেম। সেই প্রেমই এখন রূপ নিতে চলেছে পরিণয়ে।
আমানের কথায়, ‘সিরিয়ালে প্রথম শটটাই এমন ছিল যে, বন্দনা আমার হাতে রাখি বেঁধে দিয়েছিল। আর তখন থেকেই আমি ওর প্রেমে পড়ে যাই।’
লাজুক হেসে বন্দনা জানিয়েছেন, ‘প্রথম দিন থেকেই ও আমাকে প্রোটেক্ট করেছে। তবে তা কিন্তু ভাইয়ের মতো করে নয়, প্রেমিক হিসেবে।’
রিল লাইফ থেকে বেরিয়েই তাই দুজন শুরু করলেন রিয়েল লাইফের সেকেন্ড ইনিংস। গত ১৪ ডিসেম্বর দিল্লিতে বান্ধবী বন্দনা লালওয়ানির সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেললেন ছোট পর্দার এই জনপ্রিয় তারকা। আগামী বছর মার্চে তাঁরা বিয়ে করবেন।
১৯৮৭ থেকে ছোটপর্দায় অভিনয় করছেন আমান। হিন্দি সিরিয়ালের তিনি জনপ্রিয় অভিনেতা। বড় পর্দায়ও ‘ভগবান’ ছবিতে বলি শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে ‘সংঘর্ষ’-এর মতো ছবিতেও। আমানের এনগেজমেন্টের খবরে খুশি গোটা ইন্ডাস্ট্রি। সকলেই হবু দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।