প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু নাতনী টিউলিপ সিদ্দিক ব্রিটেনের সাধারন নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি ছাত্রলীগের উদ্দ্যোগে নগরীতে একটি আনন্দ মিছিল বের করা হয়। শনিবার সকালে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ও মহানগর ছাত্রলীগ নেতা হুসাইন মোহাম্মদ সাগর।
এতে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তারেক উদ্দিন তাজ, বর্তমান সহ সভাপতি মো. আলী হোসেন, সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্রেশ রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা তায়েফ আল মাসুদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ইলিয়াস আহমেদ পুনম, আওয়ামী আইন পরিষদের সাধারণ সম্পাদক সোহান, ছাত্রলীগ নেতা তানবীর, অনিক, মুন্না কোরেশী, মাসুম, রুমান, রাসেল সহ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।