বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৫, ২:১০ পূর্বাহ্ণসিলেটপোস্ট২৪রিপোর্ট :ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে নেত্রকোনাগামী যাত্রীবাহী শাহজালাল পরিবহনের একটি বাসের চাপায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- মামুন ও আসিফ। মামুন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের এবং আসিফ প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি ময়মনসিংহে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল পরিবহনের যাত্রীবাহী ওই বাসটি ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয় মোড়ে পৌঁছে মোটরসাইকেলে থাকা ওই শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় মামুনকে উদ্ধার করে ত্রিশাল হাসপাতালে এবং আসিফকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তারা হাসপাতালে মারা যায়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার পর কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ওই এলাকার স্থানীয়রা মহাসড়কটি অবরোধ করে রেখেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’