সসাসের ‘সেরাদের সেরা’ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৫, ৯:৫৪ অপরাহ্ণসিলেটপোস্ট২৪রিপোর্ট :সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘সেরাদের সেরা ২০১৫’ এর গ্র্যান্ড ফিনালে রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সসাসের নির্বাহী পরিচালক মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে এবং সহকারী নির্বাহী পরিচালক আরিফুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক শিল্পী মুস্তাফা জামান আব্বাসী।
প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফা জামান আব্বাসী বলেন, বিশ্বাসী মানুষ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সসাস যেভাবে এগিয়ে যাচ্ছে আজকের আয়োজন তারই গুরুত্ব বহন করে। সত্য ও সুন্দর মনের মানুষ গড়তে আগামী দিনে এই ধরণের আয়োজন আরো বেশি প্রয়োজন। তিনি সকলকে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এগিয়ে আসার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি (ভারপ্রাপ্ত) কবি আসাদ বিন হাফিজ, মাসিক নতুন কিশোরকণ্ঠের সম্পাদক কবি মোশাররফ হোসেন খান, বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী তাফাজ্জল হোসেন খান, কবি-সাহিত্যিক ও গবেষক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, আবৃত্তিকার ও সংবাদ উপস্থাপক শরীফ বায়জীদ মাহমুদ, গীতিকার ও সুরকার ড. সাইফুল আরেফিন লেলিন, সসাসের সাবেক নির্বাহী পরিচালক শাহাদাতুল্লাহ টুটুল, আলমগীর হোসাইন এবং নাট্য ব্যক্তিত্ব ও টিভি উপস্থাপক শাহ আলম নূর প্রমুখ।
বিশিষ্ট টিভি উপস্থাপক আহসান হাবীব খান ও শিল্পী মঈন উদ্দিন বকুলের উপস্থাপনায় গ্রান্ড ফিনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব মাহবুব মুকুল, নাট্যকার মুস্তাগিছুর রহমান মুস্তাক, নাট্যকার বদিউর রহমান সোহেল, শিল্পী গোলাম মাওলা, বিশিষ্ট সুরকার শিল্পী মশিউর রহমান, শিল্পী আমিরুল মোমেনীন মানিক, শিল্পী মাসুদ রানা, কবি আহমদ বাসির, আবৃত্তিকার ইকবাল সাকী, কুতুব উদ্দিন বখতিয়ার, ক্বারী বিলাল হোসাইন, এবং ক্বারী এহতেশাম বিল্লাহ।
প্রতিযোগিতায় সঙ্গীত, অভিনয়, আবৃত্তি ও তিলাওয়াত বিষয়ে থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে নির্বাচিত করে সেরা ৭ জনকে নিয়ে ফাইনাল রাউন্ড গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। প্রত্যেক বিষয়ে ফাইনাল রাউন্ডে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদেরকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকসহ নগদ টাকা, ক্রেস্ট এবং সনদ পত্র প্রদান করা হয়।