দোয়ারাবাজার( সুনামগঞ্জ)প্রতিনিধি::দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার(১৯ ডিসেম্বর) দুপুরে পরিষদের কার্যালয়ে জাহানারা বেগম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ ১১২টি পরিবারের মধ্যে এসব ঢেউটিন বিতরণের আনুষ্টানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনবিসি ব্যাংকের ডাইরেক্টর রফিকুল ইসলাম।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সুরঞ্জিত দেব নাথের পরিচালনায় ঢেউটিন বিতরণ উপলক্ষে এক অনুষ্টানে বক্তব্য রাখেন, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী সাইফুল ইসলাম শামীম, অবসর প্রাপ্ত সেনা সদস্য শফিুকুল ইসলাম, ইউপি সদস্য সুনুর মিয়া, মফিজুর রহমান, মহিলা সদস্যা মিরা রানী নাথ, মোহন মালা, বিশিষ্ট মুরব্বী আজিজুর রহমান, আব্দুর রহমান, গোলাম মোস্তফা তালুকদার, ইলিয়াছ আলী, রোটারিয়ান আব্দুল বাছিত, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মুহিতুল ইসলাম। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা মামুন আহমদ। উল্লেখ্য, গত ১১ বছর ধরে জাহানারা বেগম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলায় অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ত্রান সামগ্রীসহ বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা দিয়ে আসছে।