জাফলংয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৬:১৭ অপরাহ্ণগোয়াইনঘাট প্রতিনিধি::“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ” রক্ত দিন, জীবন বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দিনব্যাপি ভ্রাম্যমাণ বিশেষায়িত রক্ত কেন্দ্রের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে আমির মিয়া স্কুল এন্ড কলেজ মাঠে জাফলং ব্লাড ডোনেশন গ্রুপের উদ্যোগে ও তামাবিল ম্যানেজার স্টাফ গ্রুপের সহযোগিতায় এবং সিলেটের মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র সিলেটের তত্বাবধানে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল, মেডিকেল টেকনোলজিস্ট খন্দকার জাকারিয়া,
রিসিপশননিষ্ট মোশাররফ হোসেন, অফিস সহায়ক হায়দার আলী, সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা এডমিন মহিবুর রহমান সোয়েব, জাফলং ব্লাড ডোনেশন গ্রুপের সভাপতি ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবীরা।
আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রায় শতাধিক লোক স্বেচ্ছায় রক্ত প্রদান করেন।