ওসমানীনগরে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে! এমপি মোকাব্বিরের হুশিয়ারী

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএস সি ২০২৩ বর্ষের শিক্ষার্থী বৃন্দের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকাব্বির খান এমপি বলেছেন অসৎ রাজনীতি এবং অসৎ সাংবাদিকতায় সমাজে ছড়াছড়ি। যার কারনে সৎ নির্বক ও নিষ্টাবান সংবাদিকের মূল্য নেই। আমার বিরুদ্ধে এক সাংবাদিক লিখেছেন আমার নাকি জনপ্রিয়তায় ভাটা পড়েছে। আমি অসৎ সাংবাদিক দের হুশিয়ার করে বলতে চাই টেবলয়েট পত্রিকায় আমার বিরোদ্ধে লিখতে থাকেন আমি ছাড় দেবনা।
২১ মার্চ(মঙ্গলবার) দুপুর ২ টায় উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত বিদায়ী অনুষ্টানে বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার শাকের আহমদ শাহিনে সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন পশ্চিম পৈলনপু ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ওসসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানা উল্লাহ, মফচ্ছির আহমদ মনোর, সাংবাদিক শেখ ফয়ছল আহমদ, ইউপি সদস্য আবুল বশার,জয়নাল আবেদীন জেনেল, আফছর মিয়া, এখলাছ মিয়া সহ আরোও অনেক।