সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদরাসা কর্তৃপক্ষের সেচ্ছাচারিতা দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৩, ২:০৯ পূর্বাহ্ণ
বক্তারা বলেন ১৯৭৩ সাল থেকে সুনামের সাথে পরিচালিত হওয়া এই প্রতিষ্ঠানের বর্তমান সুপার এটিএম শামসুদজ্জামান ও কেরানী আলী আকবর যোগদানের পর থেকেই অনিয়ম দুর্নীতি ও সেচ্ছাচারিতার আখরায় পরিনত হয়েছে। সুপার ও কেরানীর ঘুষ বাণিজ্যের কারণে অনেক ছাত্রছাত্রীদের জীবন ধংস হয়ে গেছে। ২০২৩ সালের দাখিল পরিক্ষার্থী মোঃ রুহুল আমিন পরিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। মাদ্রাসার সুপার ও কেরানীর দৃষ্টান্তমুলক শান্তি ও সেচ্ছাচারিতা, দুনীতি এবং চাঁদাবাজির কারণে তাদের চাকরিচ্যত/ অপসারণ / পদত্যাগের দাবী জানিয়েছেন বক্তারা।অতি দ্রত সময়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসুচীর ডাক দেওয়া হবে বলে হুসিয়ারি দিয়েছেন। উল্লেখ্য মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির জরুরী সভা চলছে।