এই সরকারের অধীনে কোন গণতান্ত্রিক ইসলামী দল নির্বাচনে যাবে না: ইসলামী ঐক্যজোট

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৩, ১:২২ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সভাপতি সুপ্রীম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ ৭৩ সালে ন্যাপ জাসদকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে যদিচ্ছায় ভোট প্রমাণ করে জাতীয় সংসদ নির্বাচনের পর এক বিদ্ধান্তে বাকশাল অর্থাৎ একদলীয় শাসন কায়েম করেছিলো। ২০১৪ সালে এবং ২০১৮ সালে একইভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসছেন। এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ গ্রহণ করলে আওয়ামীলীগ এককভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠা করার ব্যবস্থা করবে। দেশে ইসলামের পক্ষে কোন কথা বলার সুযোগ থাকবে না। এডভোকেট মাওলানা রকিব দেশের সকল গণতান্ত্রিক শক্তি এবং ইসলামী দল সমূহকে জাতীয় এবং স্থানীয় নির্বাচন সমূহে আওয়ামী লীগের অধীনে অর্থাৎ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যতিত এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করা হতে বিরত থাকার আহবান জানান।