সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সিটি কর্পোরেশনের নির্মানাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে পথচারী সেনাবাহিনীর ৫০ পদাতিক ডিভিশনের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনা তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিলেট সিটি করপোরেশন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা আড়াইটার দিকে সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন ভবনের ১২ তলার ছাদ থেকে হঠাৎ করেই একটি স্টিলের পাইপ সিটি মার্কেটের ভিতরে ওই পথচারীর মাথায় পড়ে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সিলেট সিটি কির্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের ১৭ জনকে আটক করে পুলিশ। এদিকে ঘটনা তদন্তে সিলেট সিটি করপোরেশন ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছে।