সিলেটপোস্ট ডেস্ক::অবৈধভাবে সিলেটে আসা ভারতীয় চিনির বড় চালান জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৯ জুলাই) ভোরে সিলেট কোতয়ালি থানা সংলগ্ন সুরমা নদী থেকে চিনিভর্তি ২টি নৌকা জব্দ করা হয়। এসময় পুলিশ ৫ জনকে আটক করেছে।
আটকরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ল্যাংগুরা গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী আহমদ (২৫), আহমদ আলীর ছেলে সোলোমান আহমদ (২৮), একই উপজেলার ডাকাতির কান্দি গ্রামের মনু মিয়ার ছেলে সাইফুর রহমান (২১), জহির উদ্দিনের ছেলে জুনায়েদ আহমদ (২১) ও মৃত আব্দুল মন্নানের ছেলে মো. নুরুল আমিন (৩১)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম কোতোয়ালি থানা সংলগ্ন সড়ক ও জনপদ কার্যালয়ের সামনে সুরমা নদী থেকে ২টি ইঞ্জিনচালিত নৌকাভর্তি ১৩ লক্ষ ১৪ হাজার টাকার ২১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় এই ৫ চোরাকারবারিকে আটক করে পুলিশ।
পরে আটক ৫ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়েরপূর্বক তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।