নূপুর বেতার শ্রোতা ক্লাবের আলোচনা সভা শনিবার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ২:১৭ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেটের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ ১২ আগস্ট (শনিবার) বিকেল সাড়ে ৫টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, প্রধান আলোচক হিসেবে থাকবেন শাবিপ্রবির বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, বিশেষ অতিথি থাকবেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম. এ. হান্নান, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট মামুন রশীদ, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট এম শাহজাহান চৌধুরী।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেছেন নূপুর বেতার শ্রোতা ক্লাবের সভাপতি তুহিন আহমদ ও সাধারণ সম্পাদক শুপ্রিয়া দেব।