দেশের মানুষই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে-পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ৫:০০ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি কোন শক্তির পরামর্শে বাংলাদেশে নির্বাচন হবে না, বাংলাদেশের শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন যথাসময়েই আইন মোতাবেক নির্বাচন করবে।দেশের মানুষ দেশের ভবিষ্যৎ নির্ধারন করবে দেশের জনগন সুষ্টু নির্বাচনই সরকারের লক্ষ্য। আওয়ামী লীগ দেশের মানুষের উপর বিশ্বাস করে, দেশের মানুষই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
শনিবার দুপুরে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিএ ও এমপিএইচ প্রোগ্রামের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোন চুক্তিই করতে চায় না সরকার। জিসম চুক্তিতে আমেরিকার থেকে কেনা যন্ত্রপাতি কোথায় থাকবে, কিভাবে থাকবে এবং ব্যবহারের আগে তার তাদের অনুমতি নিতে হয়।যুক্তিতে যদি কোন পরিবর্তন হয় তাহলে বাংলাদেশ চিন্তা ভাবনা করবে। এক্ষেত্রে আমেরিকার পক্ষ থেকে কোন চাপ নেই বলে জানান তিনি। তিনি বলেন গণমাধ্যমকর্মীরা আমেরিকার পক্ষ হয়ে চাপ সৃষ্টি করেন, এটা বাদ দেন।