সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের মদনপুর এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অপর আরো ৫জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে এইসংঘর্ষের র্দূঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। নিহতের নাম জিয়াউল ইসলাম(২৫)।
তিনি জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ টেকেরবাড়ি গ্রামের শাহবাজ আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক। আহত ৫জনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে এদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সিলেট থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান গাড়ি সুনামগঞ্জর সদর উপজেলার মদনপুর এলাকায় আসার পরবিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলেই সিএনজির চালক মারা যান। তবে আহত যাত্রীদের নাম ও পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি। খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।