জৈন্তাপুর প্রতিনিধি::জৈন্তাপুর উপজেলার ফতেপুর বাগেরখাল এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি মাঠ দিবস পালিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় মাঠ দিবস উপলক্ষে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
চলিত বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ উৎপাদন বৃদ্ধি ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই মাঠ দিবস অনূষ্ঠিত পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের বাস্তবায়ন পরিবীক্ষন ও মুল্যায়ন বিভাগ (সেক্টর-৪)’র মহাপরিচালক মো: সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. ফারুক আহমদ, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) দেবল সরকার, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি।
মাঠ দিবসের কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো: সাইফুল ইসলাম বলেন, সরকার দেশের কৃষি সেক্টরের উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। সিলেটের সমতল ও পাহাড়ি এলাকার আবহাওয়া-পরিবেশ এবং মাটি উপযুক্ত হওয়ায় এখানে লেব জাতীয় ফসল উৎপাদন করা সহজ হচ্ছে। দেশ-বিদেশে অর্থনৈতিক ভাবে জাড়া লেবুর চাহিদা থাকায় কৃষকগণ লেবু সহ অন্যান্য ফসল চাষাবাদ ও উৎপাদন কাজে কৃষকরা এখন অনেকটা এগিয়ে এসেছেন। জাড়া লেবু চাষাবাদ করে ফতেপুর এলাকার অনেক কৃষক অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছেন। জাড়া লেবু উৎপাদনে কৃষকদের আগ্রহ বৃদ্ধিতে জৈন্তাপুর কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন ভাবে সহেযাগিতা করছে।
মাঠ দিবস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তার। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সফল লেবু চাষী প্রকৌশলী ইলিয়াস আহমদ সহ স্থানীয় লেবু বাগান চাষী নেতৃবৃন্দ।