সিলেটপোস্ট ডেস্ক::এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-০৪ এর আওতাধীন এপেক্স ক্লাব অব সিলেট এর বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৩ অক্টোবর) সিলেটের সুবিদবাজারস্থ একটি গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়।
এপেক্সিয়ান আশিষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান জিয়াউল হক বাপ্পী।
আইডিয়ালস অব এপেক্স পাঠ করেন এপেক্সিয়ান মো. মুস্তাফিজুর রহমান। ইনভোকেশন পাঠ করেন এপেক্সিয়ান আশিষ রায়।
সভায় ২০২৪ সালের প্রেসিডেন্ট হিসেবে এপেক্স ক্লাব অব সিলেট এর নেতৃত্ব দেবেন এপেক্সিয়ান মো. মুস্তাফিজুর রহমান। সভায় ক্লাবের নতুন বোর্ড গঠন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গভর্নর এপেক্সিয়ান এডভোকেট জালাল উদ্দিন, জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, আইপিডিজি এপেক্সিয়ান বাবুল মিয়া, লাইফ মেম্বার এপেক্সিয়ান রামেন্দ্র কুমার সিনহা, পিডিজি এপেক্সিয়ান জামিল চৌধুরী, পিডিজি এপেক্সিয়ান মাসুম আহমেদ, পিডিজি আহমেদ জাকারিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিপি এপেক্সিয়ান এমদাদুর রহমান, পিপি এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক, পিপি এপেক্সিয়ান তাহেদুর রহমান, পিপি এপেক্সিয়ান রাজিবুর রহমান, পিপি এপেক্সিয়ান এডভোকেট আকমল খান, পিপি এপেক্সিয়ান এডভোকেট জুবায়ের বখত, এপেক্স ক্লাব অব গ্রীনহিলসের সভাপতি এপেক্সিয়ান এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ শহীদ সালাম এর সভাপতি এপেক্সিয়ান ইমরান মির্জা, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জ‘র সভাপতি এপেক্সিয়ান এডভোকেট আলা উদ্দিন, এপেক্স ক্লাব অব সিলেটের (সভাপতি ইলেক্ট) এপেক্সিয়ান মো. মুস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা ২০২৪ সালের এপেক্স ক্লাব অব সিলেট এর বোর্ডকে অভিনন্দন জানান এবং ২০২৩ সালের সভাপতি আশিষ রায়ের নেতৃত্বের জন্য তার বোর্ডের ভুয়সী প্রশংসা ও ধন্যবাদ জানানো হয়। পিপি এপেক্সিয়ান এমদাদুর রহমানের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।