মীর শোয়েব, জৈন্তাপুর::জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানে ১১টি ভারতীয় মহিষ ও ১টি গরু আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে আটকের পর বিকেলে উন্মুক্ত নিলামের মাধ্যমে তা বিক্রি করা হয়।
জানা যায়, শনিবার (২১শে অক্টোবর) ভোর চার ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের নেতৃত্বে উপজেলার নিজপাট ইউনিয়নের রাজবাড়ী মাঠ সংলগ্ন স্থানে অভিযান পরিচালিত হয়।
এ সময় ভারত থেকে অবৈধ পথে আসা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় পৃথক পৃথকভাবে ১১টি মহিষ ও একটি গরু আটক করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহ্ জহুরুল হোসেন সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যদের একটি টিম।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গরু মহিষের সাথে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে আটককৃত গরু মহিষগুলোকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নিয়ে আসা হয়।
শনিবার বিকেলে আটককৃত গরুমহিষ গুলোকে উন্মুক্ত ভাবে নিলামের মাধ্যমে বিক্রি করে দেয়া হয়েছে।
বিকেল ৪ ঘটিকায় তামাবিল কাস্টমস অফিসার মো হাসান মাহমুদ মুন্সির উপস্থিতিতে এ নিলাম সম্পন্ন করা হয়। উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এই উন্মুক্ত নিলামে স্হানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মির্জা শাফায়াত, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ কাস্টমস বিভাগের কর্মচারী ও স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ীরা।
এদিকে উপজেলা প্রশাসনের অভিযানে ভারতীয় গরু মহিষ আটকের ও উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।