সংবাদ শিরোনাম
খুলতে যাচ্ছে সিলেটের পাথর কোয়ারি  » «   সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ৭০ লক্ষ টাকার চোরাই পণ্য আটক  » «   ১৯ বিজিবি’র অভিযানে ভারতীয় কসমেটিকস, মদ ও পশুসহ প্রায় অর্ধ কোটি টাকার চোরাই পণ্য আটক  » «   শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বি‌ক্ষোভ মি‌ছিল ম‌ানববন্ধন  » «   সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ২ কোটি ৩৮ লক্ষ টাকার চোরাই পণ্য আটক  » «   ২৭নং ওয়ার্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল  » «   জিয়াউর রহমান কৃষকদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করতে নিজেই মাঠে নেমে কাজ করেছেন-হুমায়ূন কবির শাহীন  » «   জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, বালু বোঝাই ট্রাক জব্দ  » «   কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবী-খতমে নবুওয়াত মহাসম্মেলনে বক্তারা  » «   দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদেরকে সর্বদা নিবেদিতপ্রাণ থাকতে হবে-আব্দুল কাইয়ুম চৌধুরী  » «   সিলেট নগরীর ৪২ নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন  » «   সিলেট মহানগর কৃষক দলের সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত  » «   গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশি ৪ নারী আটক  » «   সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ৯৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য আটক  » «   দোয়ারাবাজারে পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি আটক ৭  » «  

সকল মিলে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো: এডভোকেট রনজিত সরকার

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, সুনামগঞ্জ-০১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার বলেছেন, বাঙালি হিন্দু ধর্মাম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। তাই এ উৎসব সর্বজনীন। এ সার্বজনীনতা প্রমাণ করে, ধর্ম যার যার, উৎসব সবার।

তিনি আরো বলেন, এই দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সকলে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবেন। কিন্তু কিছু দুষ্কৃতি লোক পূজা এলে পূজা মন্ডপে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন। আমরা সকল মিলে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও আর্শিবাদ কামনা করেন।

তিনি রবিবার (২২ অক্টোবর) দিনব্যাপী ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি ধরমপাশা উপজেলার সুখাইর ইউনিয়নের উওরপাড়া, সুখাইর চৌধুরী বাড়ি, সুখাইর বাজার দুর্গা মন্দির, সুখাইর দক্ষিণ পাড়া নবনী দাসের বাড়ি, মানিক লাল দাসের বাড়ি, জয়শ্রী ইউনিয়ন বাঘাউছা, জয়শ্রী চৌধুরীপাড়া মন্দির, জয়শ্রী বড়বাড়ি, জয়শ্রী পূর্বপাড়া, ধরমপাশা সদর ইউনিয়নের অন্নপূর্ণা সংঘ, উওর কামলাবাজ, দক্ষিণ কামলাবাজ, মহামায়া সংঘ, ধরমপাশা চৌধুরী বাড়ি, ধরমপাশা বাজার, মধ্যনগর উপজেলার, মধ্যনগর বাজার, রামদিঘা, মাছিমপুর, চামরধানী, ধরাপফুর, নয়াগাঁও, গোলহা, মধ্যনগর গ্রামের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিতি ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার,  মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ধর্মপাশা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চামারধানী ইউপি চেয়ারম্যান আলমগীর খছরু, সদস্য ও বংশীকুন্টা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সাবেক সভাপতি এনামুল হক এনাম, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও জয়শ্রী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান  মোহসীন আহমেদ, কৃষি বিষয়ক মোকশেদ, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার,  তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক মিয়া হোসেন, সদস্য আজিজুল হক, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজব আলী সেলী, সাধারণ সম্পাদক শাহ আলী আকবর, ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি এম আর খান, সাবেক যুগ্ম আহ্বায়ক এম আর খান, লুৎফর রহমান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রোখন বেপারী, ধরমপাশা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম এ পহেল রেজা, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সোহাগ, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সামায়ুন কবির,  সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, সুজিত দাস, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রুম্মন মিয়া, রাসেল আহমেদ, ছাত্রনেতা কাকন, পিয়াম, জনি প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.