লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির বৃক্ষরোপন ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল অক্টোবর সার্ভিস মাস উপলক্ষে জেলা ৩১৫ বি১ এর লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে বৃক্ষরোপন ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রোববার (৫ নভেম্বর) বিকেলে নগরীর ১৮নং ওয়ার্ডের ঝর্ণারপার কুমারপাড়া এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর জেলা গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ৩১৫ বি১ এর ২য় ভাইস গভর্নর লায়ন সারওয়ার জাহান জামিল, লেডি গর্ভনর শিরিন আক্তার রুবি, অক্টোবর সার্ভিস মাস অবজারভেশন কমিটি সিলেট বেইসড এর চেয়ারম্যান লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আসিকুজ্জামান চৌধুরী ইমন, ট্রেজারার লায়ন আসাদুজ্জামান চৌধুরী, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির সভাপতি লায়ন সাজওয়ান আহমদ, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের এমজেএফ, লায়ন আতাউর রহমান সেলু, লায়ন কাজী আব্দুল মুকিত,লায়ন মুহিতুর রহমান এমজেএফ, লায়ন গৌতম বণিক প্রমুখ।