সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে চুরের হিরিক পড়েছে- এসব দেখার যেন কেউ নেই!

বুলবুল আহমেদ,নবীগঞ্জ প্রতিনিধি::নবীগঞ্জ উপজেলা ব্যস্ততম জনবহুল আউশকান্দিতে কিছুদিন পর পর ব্যবসায়ীদের দোকান পাট সহ বাসা বাড়িতে চুরির হিড়িক পড়েছে। এসব ঘটনায় সিসি পোটেজ পুলিশ উদ্ধার করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি!
মোটরসাইকেল, সিএনজি অটোরিক্সা ও বাসা বাড়িতে হানা দিয়ে একের পর এক চুরি করে আসছে। এ নিয়ে বাজার ব্যবসায়ীদের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ।

অবশেষে আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হকের স্টক রোমের পাশ্ববর্তী অনুপম বিপনির ২য় তলায় সু- কৌশলে প্রবেশ করে দামী মালামাল চুরি করে নিয়ে যাওয়ার পথিমধ্যে বাজারের সচেতন মহল তাদেরকে সন্দেহজনক ভাবে আটক করে তাদের ধরতে সক্ষম হন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সকাল বেলা আউশকান্দি চেয়ারম্যান অফিসে সোপর্দ করা হয়। এমন কি এই বাজার এলাকায় স্বামী পরিত্যক্ত অনেক মহিলাকে বিভিন্ন বাসা বাড়ির মালিকরা তাদেরকে বাসা দিয়ে অনৈতিক কার্মকান্ড চালিয়ে যাচ্ছে এক শ্রেণির কুচক্রী । কিন্ত এদের বিরুদ্ধে যে কেউ-ই প্রতিবাদ করলে তার উপর নেমে আসে নানা রকম হামলা মামলা সহ নানান নির্যাতন। গত ২৯ নভেম্বর গভীর রাতে হাতে নাতে দুঃসাহসিক চুরিকালে ধরাশায়ী হয় গোয়ালাবাজার এলাকার লায়েক (৩০), নবীগঞ্জের কালা ভরপুর গ্রামের রুবেল মিয়া (২৭) সহ ৩জনকে আটক করেন স্থানীয় বাজার ব্যবসায়ীরা। তাদের জবানবন্দিতে পাওয়া যায় অনুপম বস্ত্র বিতানের অনেক দামী মালামাল চুরি করে নিয়েছে।

এ ব্যাপারে আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদের সাছে কথা হলে তিনি বলেন, চুর যেই হয় না কেন আমরা তার সুষ্ঠ বিচার চাই। এবং পর্বে আরো অনেক বার অনেকের দোকান ঘর চুরি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা ধরা ছোয়ার বাহিরে! এই সকল চুরদের কঠোর ভাবে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বেরিয়ে আসতে পারে।
এমনকি আউশকান্দি এলাকায় ইদানীং গাঁজা, ইয়াবা সহ স্বামী পরিত্যক্ত পতিতা নিরভয়ে চালিয়ে যাছে এসব অপকর্ম। তাদের বিরুদ্ধে কথা বললে ঐ সব পতিতা দিয়ে মামলার ভয় দেখালে কেউ আর প্রতিবাদ করতে সাহস পায়না।
মূলত এসব কাজে অনেকেই প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।

এ ব্যাপারে আউশকান্দি ইউনিয়নের নবীগঞ্জ থানার ভিট অফিসার গৌতম দাশের সাথে কথা হলে কথা হলে তিনি বলেন, শুনেছি, তবে, কারো কোন অভিযোগ এখন পর্যন্ত পাই নি।

এ ব্যপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসেনি। তবে, আমি বিষয়টি দেখছি। আরেকটি সুত্রে জানা যায়, জনতার হাতে ধরাশায়ী এই ৩ চুরকে রহস্য জনক কারনে আইনের হাতে তুলে না দিয়ে চেয়ারম্যাননের জিম্মায় রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে, চেয়ারম্যান দিলাওর হোসেনের মোবাইল নাম্বারে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি! এ ঘটনার পর থেকে সচেতম মানুষের মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষণ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.