জৈন্তাপুরে ভারতীয় শাড়ী সহ আটক ১

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৩, ৬:১২ অপরাহ্ণমীর শোয়েব, জৈন্তাপুর::জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী সহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় শাড়ী বহন কাজে ব্যবহারীত একটি টাটা মিনি এইস পিকআপ গাড়ীও জব্দ করা হয়েছে।
আটককৃত আসামির নাম ফয়সাল আহমেদ (২৪)। সে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের অন্তর্ভুক্ত রাধানগর গ্রামের মোজাম্মিল আলির পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে শুক্রবার (২২শে ডিসেম্বর) গভীর রাত সাড়ে তিন ঘটিকায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত চাঁনঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সঙ্গিয় ফোর্স নিয়ে চাঁনঘাট এলাকায় ফতেহপুর টু গোয়াইনঘাট পাকা রাস্তার উপর থেকে একটি টাটা এইস পিকআপ ( সিলেট – ন ১১- ২১৭৩) থেকে ৪৯৯ পিছ ভারতীয় শাড়ী উদ্ধার করে পুলিশ।
পুলিশ উপস্থিতি টের পেয়ে গাড়ীতে থাকা দুইজন পালিয়ে গেলেও ফয়সালকে আটক করা হয়। পুলিশ জানায় আটককৃত শাড়ী গুলোর বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ ৪৮ হাজার ৭০০ টাকা।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ৪৯৯ পিছ শাড়ী সহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান উক্তো ঘটনায় পলাতক অপর দুইজন আসামি সহ আটক ফয়সলকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। আটক আসামিকে পুলিশ হেফাজতে বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে।