সিলেটপোস্ট ডেস্ক::এমসি কলেজ ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি দিলোয়ার হোসেন রাহি ও সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
গতকাল রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট তাদের এই শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি নেতৃবৃন্দ কমিটির অন্যান্য সদস্যদেরও শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা ইউসুফ আলী, সভাপতি মো: জাকারিয়া আহমদ জাকির, সাধারণ সম্পাদক মেহরাজ চৌধুরী মিনহাজ, সহ-সভাপতি শেখ শহিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক সোলেমান আহমদ সুহেল, আইন বিষয় সম্পাদক মুর্শেদ তালুকদার, ত্রাণ বিষয়ক সম্পাদক শিমুল আহমদ, সদস্য আবিদুর রহমান প্রমুখ।
এছাড়াও ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ যে কোন সেবামূলক কার্যক্রমে তাদের পাশে পাওয়ার আহ্বান জানান।