সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

নবীগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে নাশকতা ও হয়রানির শেষ কোথায়? সচেতন মহলের প্রশ্ন

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে একের পর এক নাশকতা ও হয়রানীর অভিযোগ পাওয়া গেছে৷

এ ব্যাপারে, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর ভাতিজা তৌফিকুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের পরিবারকে দীর্ঘ দিন যাবৎ একটি কুচক্রী মহল নানা রকম হয়রানী করে আসছে৷ এতে আমরা নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়ে বারবার অবহিত করলেও থেমে থাকেনি তাদের নাশকতা ও হয়রানি৷ গত (২৫ মে) রবিবার রাতের আধারে  আমাদের বাড়িতে একদল দুর্বৃত্তরা হানা দিয়ে প্রথমে বিদ্যুৎতের তার কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে ৯টি সি,সি ক্যামেরা মূল্য প্রায় ৯০ হাজার টাকা তা চুরি করে যার নিয়ে যায়। এরপর ঘরের সামনে ও পিছনের সবকটি কলাপসিবল গেইটে ৭টি তালা ঝুলিয়ে ঘরের সবাইকে এক ঘরে জিম্মি করে রাখে।তবে, বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি দূর্বৃত্তরা৷ খবর পেয়ে আশপাশের লোকজন  ভোরবেলা এসে তালাবদ্ধ গেইটের তালা ভেঙ্গে বন্দীদশা থেকে আমাদের মুক্ত করেন৷

এ ব্যাপারে, তৌশিকুল ইসলাম চৌধুরী আরো বলেন, সম্প্রতি আমাদের বাড়িতে আমাদের ই এক ঘনিষ্ঠ আত্মীয়কে অসহায় হিসেবে আশ্রয় দিয়ে ছিলাম। কিন্তু তার স্বভাব চরিত্র ভালো না হওয়ায় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেই। এর পর থেকে ওই যুবক আমাদের পরিবারের লোকজনকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বছর আমার বড় ভাই দিপলু চৌধুরীকে ফাঁসাতে বাড়িতে আগ্নেয়াস্ত্র রেখে র‍‍্যাবকে ভুল তথ্য দিয়ে দিপলু চৌধুরীকে আটক করানো হয়। পরে র‍‍্যাব সদস্যরা ঘটনাটি সাজানো সন্দেহ করে তথ্যদাতা তাদের ফুফাতো ভাই আতিককে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছিল৷ এরপর বিগত প্রায় ৪মাস পূর্ব আবারো বাড়িতে অস্ত্র রেখে পরিবারের লোকজনকে ফাঁসানোর চেষ্টা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে অস্ত্র উদ্ধার করে খেলনার পিস্তল বলে জানাযায়৷ এর পরপরই আবারো আমাদের বাড়িতে রক্ষিত একটি প্রাইভেট কারে অগ্নি সংযোগ করে জ্বালিয়ে পুঁড়িয়ে ছাঁই করে দেয়া হয়, যার অনুমান মূল্য প্রায় ৭লাখ টাকা। এ ঘটনায় সামছুর রহমান আতিক নামে এক দূর্বৃত্তের বিরুদ্ধে মামলা দাযের করা হয় বলে জানাগেছে৷

এ ব্যাপারে, এভাবে কয়েকদিন পরপরই দূর্বৃত্তরা এই বীর মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানি করার ঘটনায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নবীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ডা: নিজামুল ইসলাম চৌধুরী বলেন, আমরা খুবই আতংকে দিন যাপন করছি৷ কখন জানি দুষ্কৃতিকারী চক্র আমাদের কি করে তা আল্লাহই জানেন।

আমরা সব সময় তাদের ভয়ে নানান আতংকে দিন যাপন করছি। কখন যে এর চেয়ে বড় ধরনের কোনো নাশকতা ঘটায়৷ তাই প্রশাসনের নিকট অনুরোধ দূর্বৃত্তদের ztaআইনের আওতায় আনা প্রয়োজন৷ আমরা উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি৷

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.