সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বাদ যোহর শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, যুগ্ম আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারী, সৈয়দ আমির আলী, আজিজ খান সজিব, সদস্য মিছবাহ আহমদ জেহীন, মেহেদী হাসান সপ, সফিকুর রহমান সফিক, বিমল দেবনাথ, মস্তফা আহমদ, সুবহান আজাদ,সালা উদ্দিন, কাওছার হোসেন রকি সহ মেট্রোপলিটন থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।