সিলেটপোস্ট ডেস্ক::আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালকের উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে দক্ষিণ সুরমা উপজেলার নৈখাইল ও মোগলাবাজার বন্যার্ত ও অসহায় মানুষের মধ্যে মঙ্গলবার (২৫ জুন) খাদ্য সামগ্রী, রান্না করা খাবার বিতরণ করা হয়।
আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি সমাজসেবি লিমন আহমদ প্রত্যেক দিন বিভিন্ন অশ্রয় কেন্দ্রে বন্যার্ত মানুষের মাঝে শুকনে খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মোগলবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্থা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল আলম ইমরান, রেড ব্লাড সিলেটের সেক্রেটারি মিরজান হোসেন মিরাজ, রেদোয়ান আহমেদ নাদিম, নোমান আহমদ, সানোয়ার আবেদিন, হাসান আহমদ, সাহেদ আহমেদ, আরিফসহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় মোগলবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্থা বলেন, সবসময় সিলেটের পানিবন্দি মানুষের খোঁজ খরব নেওয়া আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগমকে আন্তরিক ধন্যবাদ। তারা পানিবন্দি মানুষকে সকল ধরনের সুযোগ সুবিধা জন্য প্রবাসে থেকেও সহযোগিতার হাত প্রসারিত করছেন।
খাদ্য সামগ্রী পেয়ে আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালকে রেহেনা বেগমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।