হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়ার পদত্যাগ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪, ১১:৪০ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::হবিগঞ্জে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকরেছেন আলেয়া আক্তার। মঙ্গলবার (১৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৪ এপ্রিল থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে পারছি না। তাই মঙ্গলবার থেকে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।
উল্লেখ্য, আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহিরের স্ত্রী। এছাড়াও আলেয়া আক্তার হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ ব্যাপারে জানতে আলেয়া আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা নূরুল আমিন ওসমান। তিনি বলেন, বিষয়টি শোনার পর জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যাবেন।