সিলেটপোস্ট ডেস্ক::লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ সামরিক কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। শুক্রবার ইসরাইল এ বিমান হামলা চালায়। খবর বিবিসি।
ইসরাইলের সামরিক বাহিনী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর নেতা ছিলেন নিহত আকিল। হামলার সময় তিনি হিজবুল্লাহ ও ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছিলেন।
দাহিয়েহ এলাকায় চালানো ওই হামলায় অন্তত ১৪ জন নিহত ও অনেকে আহত হয়েছেন বলে জানায় লেবাননের কর্মকর্তারা।