চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে সেন্ট্রাল রোটারীর শিক্ষা উপকরণ প্রদান
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ
সিলেটপোস্ট ডেস্ক::রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে চার শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বেসিক এডুকেমন এন্ড লিটারেসি মাস উপলক্ষে নগরীর মেন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে খাতা-কলম প্রদান করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান আব্দুর রহমান আরএফএসম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারীয়ান পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটারীয়ান পিপি এম এ রহিম আরএফএসএম, রোটারীয়ান পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ ও রোটারীয়ান মনসুর আহমদ পিএইচএফ।
শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন, প্রধান শিক্ষক আফিয়া বেগম চৌধুরী, শিক্ষক হাসিনা আক্তার দিবা, সুস্মিতা চৌধুরী, উম্মে হাবিবা তরী, সঞ্চিতা দে ও নুরুন নাহার, সমাজসেবী মান্নান মিয়া প্রমুখ। বক্তারা বলেন শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। রোটারী ক্লাবের মাধ্যমে সমাজের সুযোগ বঞ্চিত মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। বক্তারা মানবতার কল্যাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।




