সংবাদ শিরোনাম
সমাজ সেবক ও প্রবাসী কমিউনিটি নেতা কাদিরকে সংবর্ধনা প্রদান  » «   সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মঈন উদ্দিন-সম্পাদক নাসির উদ্দিন  » «   দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার  » «   খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন  » «   বিশ্বনাথে প্রবাসীর ভূসম্পত্তি রক্ষা ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি- প্রবাসী মো: কাউসার আলী  » «   পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-হুুমায়ুন কবির শাহীন  » «   শীতে পর্যটকদের ভীড় বাড়ছে:এবারও অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেট  » «   নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «   ইজতেমা মাঠে হামলা-হত্যা : সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ  » «   সিলেটে নগরীর চালিবন্দরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  » «   সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা  » «   মহান বিজয় দিবসে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  » «   সিলেট ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ০১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   ১ কোটি দাবীর মধ্যে ২৫ লাখে মুক্তি পেলেন মিসবাহ উদ্দিন সিরাজ  » «  

জৈন্তাপুরে জাতীয়তাবাদী যুবদলের আনন্দ মিছিল ও পথসভা

মীর শোয়েব আহমদ, জৈন্তাপুর :: জৈন্তাপুরে সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে এবং জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসিমকে জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে পদ প্রাপ্তিতে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪:০০ ঘটিকায় উপজেলার ১ নং নিজপাট ইউনিয়ন ও ২ নং জৈন্তাপুর ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের আয়োজনে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিকেলে জৈন্তাপুর উপজেলা ইরাদেবী রাজবাড়ী মাঠ থেকে শুরু হয়। পরে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর বাসস্ট্যশন এলাকা হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলা বিজয়স্তম্ভে এসে শেষ হয়।
বিজয় মিছিল শেষে নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাজমুল হক ইয়াজুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মো আব্দুল হাফিজ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন বেলাল, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম সোহেল, নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।

এ সময় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে্‌ সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির নবনিযুক্ত যুগ্ম সম্পাদক আবুল হাসিম। বক্তব্যে আবুল হাসিম উপস্থিত নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, আজকের এই আনন্দ মিছিল সকলে সতস্ফূর্ত অংশ গ্রহনে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবদল, ছাত্রদল সহ অন্যান্য সংগঠন ও বিভিন্ন ছাত্র ইউনিয়নের ব্যনারে নিহত আন্দোলনকারীদের রূহের মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের অন্ধকারে নিমজ্জিত জাতি এখন আলোর মুখ দেখতে শুরু করেছে। আর সেই আলোকিত দেশের সূদিন ফিরে আসবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে।
তিনি দলীয় সংগঠনকে সুসংগঠিত করতে সকলকে মতের উর্ব্ধে থেকে এক যোগে কাজ করে যাওয়ার আহবান জানান এবং বিগত ১৬ বছরে আওয়ামী দুঃশাসনে নির্যাতনের স্বীকার সকল নেতাকর্মীদের শক্ত মনোবল নিয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হবার আহবান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কার্যকারী সদস্য দুলাল আহমেদ, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুণ সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম আহমেদ, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ দুলাল, জৈন্তা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান, উপজেলা যুবদলের সদস্য আবুল হাসনাত,আব্দুল জব্বার,নূরুল হক, নাসির উদ্দিন রাজ, মুক্তাদির আল সেলিম,সম্রাট শাহজাহান, হুমায়ন কবির বাবর,আক্তার হোসেন আবীর, মো নুরুল আমিন,নাজিম উদ্দীন, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ,যুবদল নেতা রুবেল আহমেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাসুক আহমেদ, নিজপাট ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি নাসির আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল মাদ্রাজি, জৈন্তাপুর ইউনিয়নের সভাপতি ফারুখ আহমেদ, সাধারণ সম্পাদক আল আমিন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য মুমিনুল ইসলাম মুমিন,বুরহান আহমেদ,সাবেক ছাত্রদল নেতা আলমাস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, বর্তমান ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আব্দুল মতিন খসরু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহবায়ক কবির আহমেদ খান,সাবেক যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও তৈয়ব আলি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুক্তাদির আল সেলিম,সিনিয়র সহ সভাপতি শাহেদ আহমেদ, বর্তমান সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক কয়েস আহমেদ, জৈন্তা ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ,নিজপাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল আলম, সিনিয়র সহ সভাপতি সালমান খান , সাধারণ সম্পাদক ফারহান সাঈদ,সাংগঠনিক সম্পাদক হানিফ আহমেদ রবিন, সদস্য রুবেল রাহি, আল আমিন, রুজেল আহমেদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৮ই সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্তো কমিটিতে এডভোকেট মোমিনুল ইসলাম মুবিনকে সভাপতি ও মাকসুদ আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উক্তো কমিটিতে জৈন্তাপুর উপজেলা থেকে জেলা যুগ্ম আহবায়ক হিসেবে আবুল হাসিম ও নিজাম উদ্দিনকে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.