কুলাউড়ায় মন্দিরে ঢুকে শিশুদের মারধরের অভিযোগে তরুণী আটক

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের বিজয়া চা বাগানের মন্দির থেকে তাকে আটক করা হয়। আটককৃত লুবনা রংপুর জেলার বাসিন্দা আলামিনের স্ত্রী। জয়চণ্ডীর কামারকান্দি এলাকায় লুবনার নানাবাড়ি রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, লুবনা গত সপ্তাহে তার নানাবাড়িতে ঘুরতে আসে। শনিবার রাতে বিজয়া চা বাগান এলাকায় বাগানের নাইটগার্ড তাকে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মন্দির এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে রাত্রিযাপনের জন্য বাগানের পাশে নিরাপদ স্থানে রাখেন। সকলের অজান্তে সকালে লুবনা ঘুম থেকে উঠে মন্দিরে ঢুকে শিশুদের মারধর করে।
এসময় মান্ডবে ডিউটিরত আনসার সহ স্থানীয় জনতা তাকে আটক করে প্রশাসনকে অবহিত করেন। দুপুর ১২টার দিকে কুলাউড়ার ইউএনও মো. মহিউদ্দিন, এসিল্যান্ড শাহ জহুরুল হোসেন, ওসি মো. গোলাম আপছারসহ পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনতাকে শান্ত করে লুবনাকে আটক করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃত তরুণী লুবনার বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। বিকেলে বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করা হয়েছে।