বিমান বিধ্বস্ত হয়ে ইন্দোনেশিয়ায় নিহত ৪

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::ইন্দোনেশিয়ার স্থানীয় বিমান সংস্থা SAM এয়ার-এর একটি বিমান বিধ্বস্ত হয়েছে দেশটির সুলাওয়েসি দ্বীপের গোরোনতালোত প্রদেশে। বিমানে থাকা চারজন নিহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার (২০ অক্টোবর) সিনহুয়া জানিয়েছে, PK SMH টাইপের বিমানটি ম্যাকাসার এয়ারনাভ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হাওয়ার পরই বিধ্বস্ত হয়।
স্থানীয় মিডিয়া অনুসারে,গোরোনতালো সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান হেরিয়ান্তো এক বিবৃতিতে বলেছেন, বিমানটি রোববার সকাল সাড়ে ৭টায় জালালুদ্দিন গোরোনতালো বিমানবন্দর থেকে বুমি পানুয়া পোহুওয়াতো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়।তবে কিছুক্ষণ পর এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বুমি পানুয়া পোহুওয়াতো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
বিধ্বস্ত বিমানের চারজন নিহতের মধ্যে একজন পাইলট, একজন কো-পাইলট, একজন প্রকৌশলী এবং একজন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন বলে জানা গেছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি