সংবাদ শিরোনাম
দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার  » «   খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন  » «   বিশ্বনাথে প্রবাসীর ভূসম্পত্তি রক্ষা ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি- প্রবাসী মো: কাউসার আলী  » «   পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-হুুমায়ুন কবির শাহীন  » «   শীতে পর্যটকদের ভীড় বাড়ছে:এবারও অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেট  » «   নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «   ইজতেমা মাঠে হামলা-হত্যা : সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ  » «   সিলেটে নগরীর চালিবন্দরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  » «   সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা  » «   মহান বিজয় দিবসে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  » «   সিলেট ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ০১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   ১ কোটি দাবীর মধ্যে ২৫ লাখে মুক্তি পেলেন মিসবাহ উদ্দিন সিরাজ  » «   সিলেটে বেড়েছে কিশোর চক্র ঝাপটা পার্টি ও চুরি, ছিনতাই, ডাকাতি: আতঙ্কে সাধারণ মানুষ  » «   সংস্কার ও নিত্যপণ্য সহনীয় করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে-মকসুদ হোসেন  » «  

আগামীদিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের গড়ার রাজনীতি -খন্দকার মুক্তাদির

সিলেটপোস্ট ডেস্ক::বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামীদিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের গড়ার রাজনীতি, নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি।

আগামীতে বিএনপি ক্ষমতায় এলে জনমানুষের মুখে হাসি ফোঁটানো হবে। এজন্য ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নয়ন ও সমৃদ্ধশীল দেশ গঠনের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশকে উন্নয়ন, সমৃদ্ধশীল অর্থনীতি গঠনের প্রতিজ্ঞা নিয়ে দেশের সর্বস্থরের মানুষকে সম্পৃক্ত করে এগিয়ে যাচ্ছেন। গণমানুষের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গণমানুষের প্রত্যাশা পূরণে অতিতের ন্যায় আগামীতেও কাজ করে যাবে বিএনপি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা নাগরিক সেবা সহ সকল ধরনে সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করবে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা।

তিনি আরোও বলেন, সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে আমরা সবাই। চলিত বছরে ছাত্র-জনতার আন্দোলনে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্যে বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম করেছে, লড়াই করেছে। বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী গুম হয়েছে। দুই হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারপরও দেশের গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত ছিলে। আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে মুক্ত স্বাধীন পরিবেশে গণতান্ত্রীক কার্যক্রম করতে পারছি আমরা। আমরা বিশ্বাস করি, বিএনপি সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনে সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে, ইনশাল্লাহ।

তিনি শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের কাজিরখলা এলাকাবাসীর সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার বিশিষ্ট মুরব্বী মো.নূর উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট পেশাজীবি পরিষদের সাবেক সদস্য সচিব এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশ (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

এসময় উপস্থিত ছিলেন মুর্শেদ আহমদ মুকুল, আবুল কালাম, দিলোয়ার হোসেন রানা, ডা, এম এ হক বাবুল, জাবেদুর রহমান দিদার, লোকমানুজ্জামান লোকমান, আজহার আলী অনিক,  রহিম আলী রাসু, সৈয়দ সরওয়ার রেজা, মিহাজ পাঠান, হাবিবুর রহমান হাবিব, জুবেদুর রহমান জুবেদ, আলাল মিয়া, সেলিম আহমদ, আলী হোসেন সুমন, আরমান আলী লালা, ইব্রাহীম আহমদ রাজু, সালেহ আহমদ নয়ন, জিন্দাবাজারের বিশিষ্ট বাহার উদ্দিন, লায়েক মিয়া, রফিক মিয়া, কামাল মিয়া, মাখন মিয়া, নান্নু মিয়া, মখন মিয়া, মজনু মিয়া, জুনদে আহমদ, আলা উদ্দিন, নাসিম আহমদ, রাবেল আহমদ, সুমন আহমদ, খালেদ আহমদ, সাহেদ আহমদ, রকিবুল ইসলাম, মোহিন আহমদ,  প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থী আজিজুর রহমান লাবিব।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.