দোয়ারাবাজারে ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ণ
আটককৃত মাদক কারবারিরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র হয়রত আলী, ইসলামপুর গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার পুত্র জমির হোসেন ও জকিগঞ্জ থানার রবিউল আলমের কন্যা মোছাঃ পান্না আক্তার। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটকের সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।