সিলেটপোষ্ট রিপোর্ট :ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে সোমবার সন্ধ্যায় ত্রিপক্ষীয় সংঘর্ষের পর আহত এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সারা দেশে ডাকা বুধবারের হরতাল প্রত্যাহার করেছে ‘তৌহিদ-ই-জনতা’। জেলা প্রশাসকের সঙ্গে মাদ্রাসা কতৃপক্ষগুলোর ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই হরতাল প্রত্যাহার করা হয়।এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ মাসুদুর রহমান (২০) নামে ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার ভোর থেকেই এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে কওমি মাদ্রাসার ছাত্ররা। সারাদিন রেল স্টেশন ও আওয়ামী লীগ অফিসসহ বেশ কয়েকটি স্থানে হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ করে তারা। এই ঘটনায় ৭ ঘণ্টা বন্ধ থাকে সিলেট-চট্টগ্রাম অঞ্চলের রেল যোগাযোগ।
সারা দেশে ডাকা বুধবারের হরতাল প্রত্যাহার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জানুয়ারি ১২, ২০১৬ | ১০:৫১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »