সংবাদ শিরোনাম
দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার  » «   খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন  » «   বিশ্বনাথে প্রবাসীর ভূসম্পত্তি রক্ষা ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি- প্রবাসী মো: কাউসার আলী  » «   পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-হুুমায়ুন কবির শাহীন  » «   শীতে পর্যটকদের ভীড় বাড়ছে:এবারও অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেট  » «   নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «   ইজতেমা মাঠে হামলা-হত্যা : সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ  » «   সিলেটে নগরীর চালিবন্দরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  » «   সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা  » «   মহান বিজয় দিবসে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  » «   সিলেট ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ০১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   ১ কোটি দাবীর মধ্যে ২৫ লাখে মুক্তি পেলেন মিসবাহ উদ্দিন সিরাজ  » «   সিলেটে বেড়েছে কিশোর চক্র ঝাপটা পার্টি ও চুরি, ছিনতাই, ডাকাতি: আতঙ্কে সাধারণ মানুষ  » «   সংস্কার ও নিত্যপণ্য সহনীয় করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে-মকসুদ হোসেন  » «  

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিবের সাথে সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মতবিনিময়

সিলেটপোস্ট ডেস্ক::প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব ফরিদ আহমদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ১৪ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। গত বুধবার (৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের শিক্ষকতা পেশায় অধিকতর দায়িত্ব পালনে মনোযোগী ও আকৃষ্ট করার লক্ষে শিক্ষক সমিতির ১০ দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো- টাইমস্কেল প্রাপ্তিতে জটিলতা সৃষ্টিকারী অজুহাত সংস্কার করে সমস্যা নিরসনপূর্বক পদোন্নতিপ্রাপ্ত টাইমস্কেল বঞ্চিত প্রধান শিক্ষক ও টাইমস্কেল বঞ্চিত শিক্ষকদের বেতন-ভাতা প্রদান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে পরীক্ষণ বিদ্যালয় ও হাই স্কুলের সহকারী শিক্ষকদের সাথে সামঞ্জস্য রেখে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন ভাতা প্রদান, উপরের পদগুলোতে মন্ত্রণালয় ও অন্যান্য ডিপার্টমেন্টের মত জৈষ্ট্যতার ভিত্তিতে নিঃশর্তভাবে শতভাগ পদোন্নতি, প্রাথমিকে সকল অফিস প্রধান পদ ক্যাডারভিত্তিক করা, অন্যান্য ডিপার্টমেন্টের মত প্রাথমিক শিক্ষকদের নন-ভেকেশন সার্ভিস ঘোষণা করা, পাঠদানের ধারাবাহিকতা রক্ষার্থে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচনী কাজ ব্যতীত পাঠ বহির্ভূত কাজ থেকে বিরত রাখা, সরকারী সকল কমিটিতে প্রাথমিক বিদ্যালয়ের বৈধ প্রতিনিধি রাখা, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে বেসরকারী প্রতিনিধিত্ব বাতিল, প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে হাই স্কুলের প্রতিনিধি বাতিল করা ও নির্বাচনী কাজে সরকারী শিক্ষকদের বেসরকারীদের অধীনে না দিয়ে সরকারী কর্মকর্তাদের অধীনে দায়িত্ব¡ দেয়া। এছাড়াও সভায় সমিতির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী প্রধান শিক্ষকদের দ্রুত পদোন্নতি করে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে পদায়ন, সহ-শিক্ষকদের পদোন্নতি চালু করা, দপ্তরী ও অফিস সহকারী এবং  পরিচ্ছ্বন্নতা কর্মী নিয়োগের দাবি জানান।

সভায় সচিব ফরিদ আহমদ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ১০ দফার অধিকাংশের সাথে একাত্মাতা প্রকাশ করেন। মন্ত্রীপরিষদের বৈঠকে দাবিগুলো নিয়ে আলোচনা করে তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন তিনি।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আহমদুল কিবরিয়া বকুল, জামশেদা বেগম লিপি ও কাজী মনিরুজ্জামান, মহাসম্পাদক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল খায়ের ও মো. নাজমুল হক, যুগ্ম সম্পাদক নুহেল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুশ শহিদ তাপাদার, সহ-প্রচার সম্পাদক মো. শামসুল আলম, অর্থ সম্পাদক ইমরান হোসেন ভূইয়া, সহ-সম্পাদক মো. আজমল আলী ও জাহাঙ্গীর আলম।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.