সংবাদ শিরোনাম
দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার  » «   খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন  » «   বিশ্বনাথে প্রবাসীর ভূসম্পত্তি রক্ষা ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি- প্রবাসী মো: কাউসার আলী  » «   পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-হুুমায়ুন কবির শাহীন  » «   শীতে পর্যটকদের ভীড় বাড়ছে:এবারও অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেট  » «   নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «   ইজতেমা মাঠে হামলা-হত্যা : সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ  » «   সিলেটে নগরীর চালিবন্দরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  » «   সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা  » «   মহান বিজয় দিবসে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  » «   সিলেট ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ০১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   ১ কোটি দাবীর মধ্যে ২৫ লাখে মুক্তি পেলেন মিসবাহ উদ্দিন সিরাজ  » «   সিলেটে বেড়েছে কিশোর চক্র ঝাপটা পার্টি ও চুরি, ছিনতাই, ডাকাতি: আতঙ্কে সাধারণ মানুষ  » «   সংস্কার ও নিত্যপণ্য সহনীয় করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে-মকসুদ হোসেন  » «  

ডা. শামসুল আলম খান মিলনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ বলেছেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মবলিদানের মধ্য দিয়েই এরশাদ স্বৈরাচারবিরোধী গণআন্দোলন ’৯০-এর ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে পরিণত হয়েছিল। তবে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। বাংলাদেশ রাষ্ট্রকে নিরাপদ করে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার সংগ্রামের মধ্যেই শহীদ ডা. মিলন বেঁচে থাকবেন।

তিনি বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ জাসদ, সিলেট জেলা ও মহানগর শাখার আয়োজনে ডা. শামসুল আলম খান মিলনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ ডাঃ মিলন দিবসের অঙ্গীকার হউক “গণতন্ত্র, সমতা, ন্যায়বিচার ও সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপদ বাসযোগ্য নতুন বাংলাদেশ” শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাদ কবিরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা শাখার সহ সভাপতি লাল মোহন দেব, সাধারণ সম্পাদক এডভোকেট ছয়ফুল আলম, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য শৈলেন তালুকদার, জেলা কমিটির সদস্য মাহবুব রশীদ, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট সিলেট জেলার সাধারণ সম্পাদক প্রবীর চন্দ্র দে প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ডা. মিলন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএর তৎকালীন যুগ্ম মহাসচিব ও জাসদ নেতা ছিলেন। তিনি ১৯৯০ সালের ২৭ নভেম্বর এরশাদবিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ডা. মিলনের আত্মদানের পর গণ-আন্দোলন এবং গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পরাজয় ও জনগণের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল। শহীদ ডা. মিলন কিশোর বয়সে ছাত্রজীবন থেকেই জাসদ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাই সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও সমাজ পরিবর্তনের আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করার সাহস দেখাতে পেরেছিলেন।

বক্তারা আরো বলেন, ডা. মিলনসহ অসংখ্য শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে সামরিক শাসনের পরজয় হলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। তারা বলেন, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তিকে নিরাপদ করার পাশাপাশি রাষ্ট্র ও সমাজে দুর্নীতি, ক্ষমতাবাজি, দলবাজি, লুটপাট ও বৈষম্যের অবসানের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে। স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের পরবর্তী সরকারগুলো ছাত্রদের প্রবর্তিত ১০ দফা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, স্কপ, নারী জোট, ১৭টি কৃষক সংগঠনের দাবিগুলো বাস্তবায়ন করেনি। স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও এখনও নির্বাচনী প্রক্রিয়ার ধারা প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান অন্তর্বতী সরকার নিবার্চনীব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছে। আমরা আশা করব, সংস্কারের মাধ্যমে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.