সংবাদ শিরোনাম
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন  » «   বিশ্বনাথে প্রবাসীর ভূসম্পত্তি রক্ষা ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি- প্রবাসী মো: কাউসার আলী  » «   পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-হুুমায়ুন কবির শাহীন  » «   শীতে পর্যটকদের ভীড় বাড়ছে:এবারও অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেট  » «   নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «   ইজতেমা মাঠে হামলা-হত্যা : সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ  » «   সিলেটে নগরীর চালিবন্দরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  » «   সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা  » «   মহান বিজয় দিবসে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  » «   সিলেট ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ০১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   ১ কোটি দাবীর মধ্যে ২৫ লাখে মুক্তি পেলেন মিসবাহ উদ্দিন সিরাজ  » «   সিলেটে বেড়েছে কিশোর চক্র ঝাপটা পার্টি ও চুরি, ছিনতাই, ডাকাতি: আতঙ্কে সাধারণ মানুষ  » «   সংস্কার ও নিত্যপণ্য সহনীয় করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে-মকসুদ হোসেন  » «   স্বৈরশাসক শেখ হাসিনার গুম-খুনসহ সব অপকর্মের বিচার এ দেশেই হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন  » «  

মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষা ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত

সিলেটপোস্ট ডেস্ক::মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষা ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর নয়াসড়কস্থ লায়ন্স শিশু হাসপাতাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক নন্দলাল শর্মার সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ও শাবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা প্রফেসর ডাঃ আজিজুর রহমান, জামিল আহমদ চৌধুরী, এম এ গণি, শিক্ষা ট্রাস্টের সদস্য লে. কর্ণেল (অব.) প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান ও সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, উপদেষ্টা চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট, মদন মোহন কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আবদুল ওয়াদুদ, সাবেক ব্যাংকার জসীম উদ্দিন, সমিতির সহসভাপতি প্রফেসর ডা. হেলাল উদ্দিন, সাবেক সেক্রেটারি ও মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী,  জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মফিক আলী, ক্রীড়া সম্পাদক একেএম ওয়াহিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, অফিস সম্পাদক অঞ্জন কুমার দাস, সমাজ কল্যাণ সম্পাদক বাবুল সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন প্রমুখ।

সমিতির জীবন সদস্য ক্কারী একেএম আশরাফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাসের সহকারী ব্যবস্থাপক ও সমিতির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মফিক আলী।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি হিসেবে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সৈয়দা খাদিজা আহমদ ও নার্গিস আক্তার ঝুমা।

অনুষ্ঠানে সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং সমিতির জীবন সদস্য ডা. জাবেদ জিল্লুল বারী হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল নিযুক্ত হওয়ায় সমিতির পক্ষ থেকে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চ শিক্ষার বিকল্প নাই। গ্রামীণ এলাকা মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে এরকম আয়োজন নিয়মিত হওয়া দরকার। শিক্ষার্থীরা সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করবে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে শিক্ষাবৃত্তি ইতিবাচক ভূমিকা রাখে। শুধু সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা অর্জন করলে চলবে না, আমাদেরকে সুশিক্ষিত হতে হবে। বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেমে জাগ্রত হয়ে জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, মৌলভীবাজার শিক্ষা ট্রাস্টের এ উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.