সংবাদ শিরোনাম
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুন্ন হয়- বিচারপতি খিজির আহমেদ চৌধুরী  » «   শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুন্ন রাখব : কাইয়ুম চৌধুরী  » «   লালদিঘীরপাড়ে মাছ ব্যবসায়ীদের হামলায় এক কিশোর নিহত ১  » «   সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভূয়া পুলিশসহ দুই যুবক আটক  » «   তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «   বৈষম্যহীন মানবিক দেশ গড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  » «   জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ  » «   সিলেট বিএনপি দুই গ্রুপে বিভক্ত! ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে উভয়েই এখন মরিয়া  » «   যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব : তারেক রহমান  » «   সম্পত্তি পুনরুদ্ধার ও পুলিশী হয়রানি থেকে বাঁচতে চাই-সংবাদ সম্মেলনে রাসেল রবি  » «   ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুককোন প্রকল্প নেয়া হবে না- উপদেষ্টা রিজওয়ানা হাসান  » «  

সিলেট জেলা ও মহানগর যুবদলের তাৎক্ষনিক আনন্দ মিছিল ও সমাবেশ

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের আপিল বিভাগের রায়ে তারেক রহমান সুবিচার পেয়েছেন। এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে ব্যক্তিগত আক্রোশে তাঁকে এ মামলায় জড়িয়েছিলেন। এর মাধ্যমে আধিপত্যবাদী শক্তি তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে মাইনাস করার চক্রান্ত করেছিল। কিন্তু আদালতের রায়ে তাদের সে চক্রান্ত ভেস্তে গেছে। তারেক রহমান সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আগামীর সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে তারেক রহমান নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে তারেক রহমানসহ অন্য আসামীরা বেকসুর খালাস পাওয়ায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে তাৎক্ষনিক আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ ও মহানগর সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাটের যৌথ পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত তারেক। এসময় শাহ নেওয়াজ বখত তারেক বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। আপিল বিভাগ যথার্থ রায় দিয়েছেন। প্রথম তিনটি চার্জ শিটে তারেক রহমানের নাম না থাকলেও শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চতুর্থ চাজশিটে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। আজ প্রমাণিত হয়েছে এই চার্জশিট আইনবহির্ভূত ছিল। তাই এই চার্জশিটে যাদের নাম অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন।

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলার সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুহেব, জেলা সহ-সভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর, মহানগর সহ-সভাপতি প্রাণেশ দে, জেলা সহ-সভাপতি আলাল আহমদ, জেলা সহ-সভাপতি জুবায়ের আহমদ, মহানগর সহ-সভাপতি সুরুজ আলী, মহানগরের ১ম যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলার ১ম যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, মহানগর যুগ্ম সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মহানগর যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ, জেলা যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম রুমেল, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এনামুল হক চৌধুরী শামীম, মাসুক আহমদ, দুলাল আহমদ, মহানগর যুগ্ম সম্পাদক ইসহাক আহমদ, এম এ সালাম, আহমেদ খান জুনেদ, জাহিদ হাসান, হাবিবুর রহমান হাবিব, জেলার যুগ্ম সম্পাদক শেখ সাকিব ইসলাম, খালেদ আহমদ, লুৎফুর রহমান, মো. মোস্তাক আহমদ, জেলার সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মহানগর সহ-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ খান তাইফুর, ছবরুল ইসলাম নেপুর, জেলার সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন, শহীদ হোসেন টিটু, জি.এম. শফিক আহমদ, মহানগর সহ-সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমদ মাসুম, গোলাম কিবরিয়া আবির, মিজানুর রহমান রুমন, রুবেল আহমদ, জেলার সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলার সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, মহানগর দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলার দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সামাদ, ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমদ, মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক খায়রুল আলম,  ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ওয়েছ আহমদ বীর, মহানগর যোগাযোগ বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক আলিউর রহমান আলী, কবির আহমদ সাজু, সেলিম আহমদ রনি, মামুনুর রহমান, মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, আবেদ আলী, মহানগরের সহ-কোষাধ্যক্ষ মাসুম আহমদ, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক রায়হান আহমদ, সহ-কৃষি বিষয়ক সম্পাদক  ফয়সল আহমদ, জেলার সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান, জেলার সদস্য খলিলুর রহমান, আলী আজম চৌধুরী, এ.বি. কালাম, মহানগর সদস্য কামরান হাসান, শাহাদাত বখত অপু, আব্দুল মালেক, সদর উপজেলার ১ম যুগ্ম আহবায়ক মো. আইনুল হক, দক্ষিণ সুরমা উপজেলা যুগ্ম আহবায়ক হুমায়ুন রশিদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.