সিলেটপোস্ট বিনোদন রিপোর্ট:শাহ আলম কিরণ পরিচালিত মুক্তিযুদ্ধভিক্তিক চলচ্চিত্র ‘৭১-এর মা জননী’তে মূল চরিত্রে অভিনয় করে প্রশংসার ঝুলি পূর্ণ করেছেন নিপুন। তবে এই ছবির কল্যাণে তার সবচেয়ে বড় প্রাপ্তি এবার কানাডার টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। ফিল্ম ক্যারিয়ারে এই প্রথমবারের মতো কোনো ফেস্টিভ্যালে গেলেন তিনি। নিপুণ বলেন, ‘শাহ আলম কিরণ পরিচালিত ‘সাজঘর’ সিনেমায় অভিনয় করে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। ‘৭১-এর মা জননী’র সুবাদে দেশের বাইরের দর্শকের ভালোবাসা পাবো এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এর আগে আমার আর কোনো সিনেমা এমন নামি উত্সবে দেখানো হয়নি এবং আয়োজকদের এত সময় নিষ্ঠা ও বার বার বিভিন্ন বিষয় কনফার্ম করা সত্যিই আমাকে অনুপ্রাণিত করেছে।’এছাড়া ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার পান নিপুণ। একই বিভাগে ‘সাজঘর’ চলচ্চিত্রে তিনি পুরস্কৃত হন।উল্লেখ্য, ‘টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল’ আগামীকাল শুরু হয়ে চলবে ১৮ মে পর্যন্ত। ‘৭১-এর মা জননী’ প্রদর্শিত হবে ১৭ মে।ছবিটির কেন্দ্রিয় চরিত্রে রূপদানকারী হিসেবে উত্সবে যাবার জন্য গত ১১ মে নিপুন দেশ ছাড়েন।
প্রথমবারের মতো ফেস্টিভ্যালে নিপুন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৩, ২০১৫ | ২:৫১ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »